নিজস্ব প্রতিবেদন: সিবিআই-এর পর এবার রোজভ্যালি তদন্তে নড়েচড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-ও। শুক্রবার রাজারহাটে ব্লক ভূমি ও ভূমিরাজস্ব দফতরে গিয়ে রোজভ্যালির বেশ কয়েকটি জমির নথি উদ্ধার করেন ইডি-র আধিকারিকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার রাজারহাটের বিএলআরও অফিস থেকে রোজভ্যালির বেশ কয়েকটি জমির নথি নিয়ে যান ইডির আধিকারিকরা। সূত্রের খবর, সোমবার থেকে জমিগুলি বাজেয়াপ্ত করার কাজ শুরু করবে ইডি। 


সরকারি পয়সায় দেদার ভুরিভোজ, সরকারি আধিকারিককে জেলে পুরল আদালত


ওদিকে তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে মোদী সরকার। যার ফলে ফের চিটফান্ড কাণ্ডের তদন্তে ফের সক্রিয় হয়েছে সিবিআই ও ইডি।