দেখা গিয়েছে চাঁদ, কাল পালিত হবে ইদ, জানাল নাখোদা মসজিদ
মঙ্গলবার কলকাতার আকাশে দেখা গিয়েছে শওয়াল মাসের চাঁদ। তাই বুধবার কলকাতায় পালিত হবে ইদ-উল-ফিতর। শওয়াল মাসের চাঁদ দেখার খবর জানিয়েছে কলকাতার নাখোদা মসজিদ। চাঁদ দেখা কমিটির তরফে মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটে এখবর জানিয়েছেন নসির ইব্রাহিম।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার কলকাতার আকাশে দেখা গিয়েছে শওয়াল মাসের চাঁদ। তাই বুধবার কলকাতায় পালিত হবে ইদ-উল-ফিতর। শওয়াল মাসের চাঁদ দেখার খবর জানিয়েছে কলকাতার নাখোদা মসজিদ। চাঁদ দেখা কমিটির তরফে মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটে এখবর জানিয়েছেন নসির ইব্রাহিম।
গত কালই সৌদি আরবে দেখা গিয়েছিল ইদের চাঁদ। তাই আজ ইদ উজ্জাপিত হয়েছে মধ্যপ্রাচ্যে। এদিন কলকাতায় চাঁদ দেখা যাওয়ায় শেষ হচ্ছে রমজানের একমাস ব্যাপী উপবাস। বলে রাখি, কলকাতায় রোজাও শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের একদিন পরে।
প্রশাসন সূত্রের খবর, নিয়ম মেনে বুধবার সকালে কলকাতার রেড রোডে আয়োজিত হবে ইদের জামাত। সেখানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে চাঁদ দেখা গেলেও মঙ্গলবার শওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বাংলাদেশে। এদিন সন্ধ্যায় বৈঠকে বসে সেদেশের চাঁদ দেখা কমিটি। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার বৈঠকের পর কমিটির তরফে জানানো হয়, বাংলাদেশের ৬৪টি জেলার কোথাও ইদের চাঁদের দেখা মেলেনি। তাই সেখানে ইদ পালিত হবে বৃহস্পতিবার।