নিজস্ব প্রতিবেদন: রাতে নিজের ঘরেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল বৃদ্ধার। জানতেই পারল না বাড়ির লোকজন। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ইটাহারের কুরমানপুর এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-স্বপ্নের নায়ক Sonu Sood!দেখা করতে হায়দ্রাবাদ থেকে মুম্বই খালি পায়ে হেঁটে এলেন ভক্ত


বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়বৃষ্টি হয় উত্তরদিনাজপুরের(Uttar Dinajpur ) করমানপুর এলাকায়। ঝড়ের দাপটে বিদ্যুতের তা ছিঁড়ে পড়ে আরতি দাস নামে এক মহিলার টিনের চালে। সেখান থেকেই বিদ্যুত্ প্রবাহ ছড়িয়ে পড়ে ঘরের বিভিন্ন অংশে। তাতেই বিদ্যুত্স্পৃষ্ট হন ওই বৃদ্ধা।


এদিকে পাশের ঘরেই ছিলেন বৃ্দ্ধার ছেলে ও বৌমরা। তারা মায়ের মৃত্যুর ঘটনা টেরই পাননি। শুক্রবার সকালে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার হল ঘর থেকে।


আরও পড়ুন-Covid Update: ২৪ ঘণ্টায় Corona আক্রান্ত  ৯১ হাজার ৭০২, মৃত ৩ হাজার ৪০৩


এদিকে, ওই এলাকায় বাড়িতে সংযোগকারী বিদ্যুতের খোলা তারের বদলে কভার তার লাগানো এবং ওই বৃদ্ধার মৃত্যুর ক্ষতিপুরণের দাবিতে সকাল থেকেই ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুরমানপুরের বাসিন্দারা। পুলিস ঘটনাস্থলে গেলেও তাদের দাবি বিদ্যুৎ দফতরের কর্তারা সেখানে না গেলে তারা অবরোধ তুলবেন না।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)