নিজস্ব প্রতিবেদন: পঞ্চম দফা ভোটের আগে ফের তৎপর নির্বাচন কমিশন। শনিবার পর্যবেক্ষকদের সঙ্গে রাজ্যের নিরাপত্তা বিষয়ক বৈঠক করল নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে ১ কোটির বেশি মূল্যের বেআইনি সম্পত্তি উদ্ধার হলেই তার তদন্ত করতে হবে। সেই মতোই তদন্তের গতি প্রকৃতি জানতে চেয়ে মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরে চিঠি পাঠাল নির্বাচন কমিশন। উল্লেখ্য, এখনও পর্যন্ত নাকা চেকিং-এ পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬০ কোটি টাকার বেআইনি সম্পত্তি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: প্রার্থীদের বায়োডাটা, ব্যারাকপুর: ২৪ মামলায় অভিযুক্ত অর্জুনের সঙ্গে অভিযোগহীন দীনেশের লড়াই


প্রসঙ্গত, পঞ্চম দফা ভোটে অতিসংবেদনশীল কেন্দ্রের তালিকায় রয়েছে ব্যারাকপুরের নাম। সম্প্রতি এ বিষয়ে একটি ভিডিও কনফারেন্স করা হয় দিল্লির দফতর থেকে। সূত্রের খবর,  এদিন ব্যারাকপুর সম্পর্কে সতর্ক করা হয় রাজ্যের ৭ পর্যবেক্ষককে। এদিন ভিডিও কনফারেন্সে দিল্লির সঙ্গে বৈঠক করেন সিদ্ধিনাথ গুপ্তা, বিবেক দুবে-সহ সাতজন পর্যবেক্ষক।



সূত্রের খবর একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী বন্টন নিয়েও আলোচনা হয় এদিন।