নিজস্ব প্রতিবেদন : লাগাতার চাপ আসছিল বলে অভিযোগ। আতঙ্কে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা  করলেন এক ভোটকর্মী। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট কলেজে। ওই ভোটকর্মীর নাম সুদর্শন বাঁশফড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, এদিন সকালে ভোটকর্মীরা ইভিএম নিয়ে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের যাওয়ার আগে রানাঘাট কলেজে উপস্থিত হন। সেইসময়ই সুদর্শন বাঁশফড় নামে ওই ভোটকর্মী নিজের ব্যাগ থেকে একটি অ্যাসিডের বোতল বের করেন। তারপর সেই অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।


আরও পড়ুন, হুমকি দিচ্ছেন মমতা! তৃণমূলনেত্রীর মন্তব্যে কড়া পদক্ষেপ কমিশনের


সঙ্গে সঙ্গেই রানাঘাট মহকুমা শাসকের তত্ত্বাবধানে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, ওই ভোটকর্মীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। মহকুমার শাসকের পক্ষ থেকে ওই ভোটকর্মীর পরিবারকে খবর দেওয়া হয়।


আরও পড়ুন, "২০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকলেও ৬ লাখ ভোটে জিতব"


তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন মহকুমা শাসক মনীশ বর্মা। যদিও ওই ভোটকর্মী আতঙ্কে ভুগছিলেন বলে খবর। মানসিক চাপেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে অনুমান।