Malbazar: হাতি এবার সটান হাজির রিসর্টে! শ্বাস বন্ধ করে রইলেন আতঙ্কিত পর্যটকেরা...
Malbazar: লোকালয়ে নয়! হাতি এবার সটান হাজির রিসর্টে! জলপাইগুড়ি গরুমারা-সংলগ্ন লাটাগুড়ি এলাকার একটি বেসরকারি রিসর্টে হাতির অনুপ্রবেশ ঘিরে তৈরি হল চাঞ্চল্য। না, শুধু চাঞ্চল্য নয়, কিছুটা আনন্দিতও হলেন পর্যটকেরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকালয়ে নয়! হাতি এবার সটান হাজির হল রিসর্টে! জলপাইগুড়ি গরুমারা-সংলগ্ন লাটাগুড়ি এলাকার একটি বেসরকারি রিসর্টে এভাবে হাতির অনুপ্রবেশ ঘিরে তৈরি হল চাঞ্চল্য।
আরও পড়ুন: Russia: পুতিনের মুকুটে 'চাঁদে'র পালক! এবার চাঁদে পরমাণুকেন্দ্র; আমেরিকা কেন ভয় পাচ্ছে?
না, তবে শুধু চাঞ্চল্য নয়, একপ্রকার আনন্দের পরিবেশও তৈরি হল বইকি বুধবার রাতে। রিসর্ট কর্তৃপক্ষ তো বটেই, পাশাপাশি ওই রিসর্টে আসা পর্যটকদের কানে হাতি ঢোকার খবর পৌঁছতেই তাঁরা রিসর্টের ভেতরে থেকেই হাতির দর্শন পেয়ে গেলেন। আর ভীত-সন্ত্রস্ত থাকলেও, সেটা নিয়ে তাঁরা বেশ খানিকটা আনন্দলাভও করেন।
ওই বেসরকারি রিসর্টের মালিক জানান, রিসর্টের পিছনের গেট দিয়ে একটি হাতি রাত ৯টা নাগাদ রিসর্টটিতে প্রবেশ করে। কিছুক্ষণ এলাকায় ঘুরে ফের জঙ্গলে ফিরে যায় এটি। কোনও হামলা চালায়নি। কাউকে আক্রমণ করেনি।
এদিকে সামনাসামনি হাতির দর্শন পেয়ে ভয় পেলেও পর্যটকেরাও ভীষণ আনন্দিত। শুধু রিসর্ট নয়, ওই এলাকারও কোনও ক্ষতি করেনি হাতিটি। খুবই স্বল্প সময়েরই ঘটনা। তাই বন দফতরেও খবর দেওয়ার প্রয়োজন হয়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Narendra Modi in JK: নিরাপত্তার মোড়কে গোটা শহর, ৩৭০ ধারা রদের পর আজ শ্রীনগরে মোদীর সভা
কদিন আগেই অবশ্য হাতি এক মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল। রবিবার সকাল থেকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল এক বুনো হাতি। সেদিন সকালে মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার কুমলাই চা-বাগানের দশ নম্বর সেকশনে বুনো দাঁতালটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর হাতিটি গুড হোপ চা-বাগান হয়ে, রাজা চা-বাগানের ভেতর দিয়ে তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ফাটকান জোত এলাকায় এসে পৌঁছেছিল। এই পশ্চিম তেশিমলার বাসিন্দা বছরষাটের মংরু ওঁরাও হঠাৎই সেদিন দাঁতাল হাতিটির সামনে পড়ে গিয়েছিলেন। হাতিটি তাঁর পিঠে সটান তার দাঁত ঢুকিয়ে দেয়! পরে বন দফতরের কর্মীরাই আহত মংরুকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।