নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি কর্ণাটকে সাফারির গাড়ির কাঁচ ভেঙে দেয় বুনো হাতি। এবার জঙ্গল এলাকা দিয়ে যাওয়া ট্রেনের উপর বেজায় ক্ষেপে গেল একটি বুনো হাতি। শিলিগুড়ির গুলমোহর স্টেশনের কাছে রেললাইনে উঠে রেলের ইঞ্জিন ঠেলার চেষ্টা করল সেটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময়ে হঠাত্ই লাইনের পাশ জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বিশালাকায় হাতি। হাতিটি লাইনের উপর আসতে পারে ভেবে নিয়মানুযায়ী ট্রেন থামিয়ে দেন চালক। এত কাছাকাছি হাতি দেখে ভিডিয়ো করারও সুযোগ ছাড়লেন না চালক। তবে, হাতি যে ইঞ্জিন ঠেলার চেষ্টা করবে, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি চালক। হঠাত্ই লাইনের উপর চলে আসে হাতিটি। এর পর ট্রেনের কাছে আসতে শুরু করেছিল হাতিটি। অবস্থা বেগতিক বুঝে হর্ন বাজিয়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন চালক। তবে, তাতেও খুব একটা লাভ হল না। ইঞ্জিনের মুখোমুখি দাঁড়িয়ে যেন ঠেলার চেষ্টা করল হাতিটি।



তবে, বিশেষ সুবিধা করতে না পেরে অবশেষে রণে ভঙ্গ দিল হাতিটি। জঙ্গলের দিকে আবার পা চালাল হাতিটি। হাঁফ ছেড়ে বাঁচলেন চালক। আবার চলল ট্রেন।


আরও পড়ুন- ভিডিয়ো: নিজের মেয়ের ছদ্মবেশে জেল থেকে পালাতে গিয়ে ধৃত কয়েদি