নিজস্ব প্রতিবেদন: চা-বাগানে হাতির উপস্থিতিতে চাঞ্চল্য বানারহাট এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল থেকে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে হাতির (elephant) দল! বুধবার বানারহাটের (banarhat) রিয়াবাড়ি চা-বাগানে (tea garden) আচমকাই ঢুকে পড়ে প্রায় ৩৫-৪০টি হাতির একটি দল। ঘটনায় আতঙ্ক ছড়ায়। কাজ বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের (binnaguri wildlife squad) বনকর্মীরা।


আরও পড়ুন: চিতাবাঘের আতঙ্কে সন্ত্রস্ত মানাবাড়ি চা-বাগান


এদিকে এই ৩৫ টি হাতি চা-বাগানে উপস্থিত থাকাকালীন আরও ১৮-২০টি হাতির একটি দল ঢুকে পড়ে হৃদয়পুর এলাকায়। সেখানেও পৌঁছন বনকর্মীরা। 


বিকেল পর্যন্ত বনকর্মীরা হাতিগুলির উপর নজর রাখতে থাকেন। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতিগুলিকে কিছুক্ষণ পরে জঙ্গলে ঢোকানোর চেষ্টা করা হবে।


আরও পড়ুন: রেলব্রিজে ট্রেনের ধাক্কায় মৃত্যু চিতাবাঘের