নিজস্ব প্রতিবেদন: ছেলের মারধরে মৃত্যু হল রায়গঞ্জের বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক আন্দোলনের কর্মী তারাশঙ্কর ভট্টাচার্যের। এমনটাই অভিযোগ উঠেছে তারাশঙ্করবাবুর ছেলে রাজর্ষী ভট্টাচার্যের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পাণ্ডবেশ্বর কেন্দ্রে হার, হাইকোর্টে বিজেপি প্রার্থী Jitendra Tewari  


অভিযোগ, রবিবার রাতে বাড়িতেই তারাশঙ্করবাবুকে লাঠি জাতীয় কোনও বস্তু দিয়ে মারধর করে রাজর্ষী। তারাশঙ্কর বাবুর মেয়ে তাঁকে বাঁচাতে এলে তাকেও মারধর করা হয়। 


আরও পড়ুন- জৈন ডায়েরির সর্বশেষ নাম 'Dhankhar', আপনিই কি সেই লোক? জানতে চাইলেন Sukhendu


ওই মারধরের পরেই অসুস্থ হয়ে পড়েন তারাশঙ্করবাবু। তাঁকে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। মঙ্গলবার রায়গঞ্জ মেডিক্যালেই(Raiganj Medical Collage) মৃত্যু হয় তারাশঙ্কর ভট্টাচার্ষের। ঘটানার পর পালিয়ে গেলেও পুলিস শেষপর্যন্ত গ্রেফতার করেছে রাজর্ষীকে।


তারশঙ্কর ভট্টাচার্যের জামাই বিশ্বজিৎ বণিক অভিযোগ করেছেন, প্রবীন ক্রীড়াবিদকে খুন করেছে তার ছেলে। পাশাপাশি রাজর্ষীর বিরুদ্ধে তাঁর স্ত্রী ও ছেলেকেও মারধোরের অভিযোগ করেছেন বিশ্বজিৎ।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)