মাঝেরহাট রেল ইয়ার্ডের কাছে লাইনচ্যুত হল EMU ট্রেন
মাঝেরহাট রেল ইয়ার্ডের কাছে লাইনচ্যুত হল EMU ট্রেন। আজ বেলা ১১টা নাগাদ ঘটে ঘটনাটি। শিয়ালদহ-বজবজ শাখার 30128 DWN ট্রেনটির তৃতীয় বগির সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে, ট্রেনে সে সময় কোনও যাত্রী ছিলেন না। ঘটনায় হতাহতেরও কোনও খবর নেই।
ওয়েব ডেস্ক : মাঝেরহাট রেল ইয়ার্ডের কাছে লাইনচ্যুত হল EMU ট্রেন। আজ বেলা ১১টা নাগাদ ঘটে ঘটনাটি। শিয়ালদহ-বজবজ শাখার 30128 DWN ট্রেনটির তৃতীয় বগির সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে, ট্রেনে সে সময় কোনও যাত্রী ছিলেন না। ঘটনায় হতাহতেরও কোনও খবর নেই।
আরও পড়ুন- হাওড়ায় ফের প্রশ্নের মুখে দমকল, আগুন নেভাতে নেই সাধারণ পরিকাঠামোই
এই ঘটনার জেরে সামযিকভাবে বন্ধ করা হয় শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল। ব্যাহত সার্কুলার রেলেও ট্রেন পরিষেবা। ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। দ্রুত মেরামতির করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ঘটনাস্থলে যান রেলের কর্মীরা। এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।