নিজস্ব প্রতিবেদন: একটানা তীব্র দাবদহ থেকে এবার মিলবে স্বস্তি। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বজ্রপাতের-সহ বষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। পূর্বাভাস অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু জায়গায় কালবৈশাখী আঘাত হানতে পারে। পাশাপাশি সন্ধে নাগাদ মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:


রেডার ছবি অনুযায়ী সন্ধের পর নদীয়া, উত্তর ২৪ পরগানা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় প্রবল বৃষ্টি হবে। ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, সেই কারণেই এই আবহাওয়া। এ ছাড়া বাংলাদেশের ওপরও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সব মিলিয়ে কিছুক্ষণ পর থেকেই বেশ কিছু জায়গায় প্রবল বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়-বৃষ্টির ফলে কমবে তাপমাত্রা। তাতে সাময়িক স্বস্তি মিলবে শহরবাসীর।