নিজস্ব প্রতিবেদন: বাজি তৈরিকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন বহুদিন আগে। সেই বাজিই প্রাণ কেড়ে নিল পূর্ব মেদিনীপুরের হিমাংশু পালের(৬৪)। বাজির আগুনে আহত হলেন আরও একজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভারতীয় অর্থনীতির অবস্থা বেশ খারাপ, এই মহূর্তে চাহিদা বাড়ানো দরকার; বললেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবি...


সোমবার বাড়িতে বসে বাজি তৈরি করছিলেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার চড়াবাড় এলাকার বাসিন্দা হিমাংশু পাল। কিন্তু বাজি তৈরির সময় আচমকাই বিস্ফোরণ ঘটে যায়।


বিস্ফোরণের তীব্রতায় বাজি যে ঘরে বসে বাঁধা হচ্ছিল তার চাল উড়ে যায়। বারুদের আগুনে ঝলসে যান হিমাংশু পাল। তাঁর সঙ্গে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। বছর পাঁচেক আগেও বাজি তৈরির সময় বিস্ফোরণ হয়েছিল। সেবার কোনও ক্রমে বেঁচে যান হিমাংশু। মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তে পাঠিয়েছে ভগবানপুর থানার পুলিস।



আরও পড়ুন-বাঙালির নোবেল জয়! অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়


অন্যদিকে, সোমবার বাজি তৈরি করতে গিয়ে মৃত্যু হল হাওড়ার বালির এক ব্যক্তির। এদিন দুপুর তিনটে নাগাদ নিজের বাড়ির তিনতলায় বসে বাজি তৈরি করছিলেন বালির বারেন্দ্র পাড়ার বাসিন্দা অরূপ দত্ত। হঠাত্ সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। গুরুতর জখম অবস্থায় অরূপকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সন্ধে নাগাদ তাঁর মৃত্যু হয়।


ছবি-প্রতীকী