জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বানারহাট ব্লকের চা-বাগান অধ্যুষিত এলাকায় অভিনব ভোট প্রচার। ঢাক, ঢোল, মাদল বাজিয়ে তৃণমূলের প্রচার গয়েরকাটায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা চা-বলয়ে রীতিমতো উৎসবের মেজাজে প্রচারে নেমেছেন তৃণমূল নেতা-কর্মীরা। সদ্য ধুপগুড়ি ব্লক ভাগ হয়ে নতুন ব্লক গঠিত হয়েছে বানারহাট। চা-বাগান অধ্যুষিত গয়েরকাটা এলাকার বিভিন্ন বুথে বুথে শুরু হয়েছে তৃণমূলের প্রতীক-সহ দেওয়া‌ল লিখন। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর এই এলাকায় এখন‌ও পর্যন্ত বিরোধী‌দের প্রচারে নামতে দেখা যায়নি। তবে নির্বাচনে‌র দিনক্ষণ ঘোষণার  পর থেকেই পথে নেমে পড়েছে‌ন তৃণমূল নেতা-কর্মীরা। 


আরও পড়ুন: Malbazar: চা-বাগানে কাজ করতে-করতে শ্রমিকেরা হঠাৎই দেখলেন ১২ ফুট লম্বা এক অজগর...


ঘোষণা হয়নি তৃণমূল প্রার্থী‌দের নাম। তাই মন্দিরে পুজো দিয়ে দলীয় প্রতীক নিয়েই প্রচারে নেমে পড়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূল কর্মী হিরণ ঘোষ, পঙ্কজ দত্ত, নিখিল সাহা-সহ অন্যান্যরা। এছাড়াও প্রচারের কাজে দেখা গিয়েছে  মহিলাদের একটা বড় অংশকেও। সব মিলিয়ে তৃণমূলের নির্বাচনী প্রচার প্রথম থেকেই  এবার যেন গণতন্ত্রের উৎসবে পরিণত হয়েছে।


আরও পড়ুন: Panchayat Election 2023: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাদের সঙ্গে থাকবে আদিবাসী কুড়মি সমাজের সমর্থন?


তৃণমূল কর্মীদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে খুব খুশি দলের জেলা স্তরের নেতা‌রাও। সূত্রের খবর, মূলত দলের উন্নয়ন‌মূলক কর্মকান্ড‌কে হাতিয়ার করেই এবার নির্বাচনী লড়াই চালাতে চায় তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে উন্নয়নের ধারাকে বজায় রাখা‌ই দলের মূল লক্ষ্য এবার।  চা-বলয়ের ভোটকে লক্ষ্য রেখে  ঢাক, ধামসা ও মাদল বাজিয়ে তাই শুরু হয়ে গেল তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনের প্রচার।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)