নিজস্ব প্রতিবেদন: এনআইএর তত্পরতায় গ্রেফতার আন্তঃরাজ্য জালনোট পাচারের কিংপিন। ধৃত তৌসিফ আলম মালদহের বাসিন্দা। তদন্তে জানা গিয়েছে বাংলাদেশ থেকে অত্যন্ত উন্নতমানের জাল ভারতীয় টাকা এনে দেশে ছড়িয়ে দিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করে 'ফৈজাবাদ বৃত্ত' সম্পূর্ণ করলেন বিচারক যাদব


উল্লেখ্য, এই জালনোটের কারবারের তদন্তভার ছিল উত্তরপ্রদেশ এটিএসের হাতে। মাস কয়েক আগে গাজিয়াবাদ থেকে শাহনওয়াজ আনসারি ও মুরাদ আলম নামে দুজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস। তাদের জিজ্ঞাসবাদ করেই তৌসিফের নাম উঠে আসে। শেষপর্যন্ত তৌসিফকে গ্রেফতার করে এনআইএ।


আরও পড়ুন-'অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, আজ সবার খুশির দিন', বাবরি রায়ে উচ্ছ্বসিত আডবানি


উল্লেখ্য, কাটিহারের বাসিন্দা মুরাদ আলমের কাছ থেকে ২,৪৯,৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছিল উত্তরপ্রদেশ পুলিস।