ওয়েব ডেস্ক: রাজ্যে একের পর এক ভুয়ো ডাক্তারের পর্দাফাঁস। মালদা, বর্ধমান, কলকাতার পর এবার দঃ ২৪ পরগনা। বারুইপুরে ইজাজ আহমেদ নামে এক ভুয়ো চিকিত্সককে গ্রেফতার করল পুলিস। গত ৩ বছর ধরে নিজেকে MBBS পাস চিকিত্সক হিসেবে দাবি করে আসছিলেন এই ইজাজ। জেনারেল মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কয়েকটি ক্লিনিকে দিব্যি চলছিল প্র্যাকটিস। অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে পুলিস। গতকাল রাতে ইজাজকে গ্রেফতার করা হয়। পুলিসের দাবি বৈধ রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই প্র্যাকটিস চলছিল।


পর্যটনের ভরা মরশুমে জ্বলছে দার্জিলিং, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জঙ্গি আন্দোলনে মোর্চা


শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই বাবা হলেন ভারতীয় দলের ক্রিকেটার