শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই বাবা হলেন ভারতীয় দলের ক্রিকেটার

বাবা হলেন  রবীন্দ্র জাদেজা। ওভালে চব্বিশ ঘন্টা আগে অজিঙ্কা রাহানের জন্মদিন উপলক্ষে কেক কেটেছিল ভারতীয় দল। বৃহস্পতিবার ফের বিরাট কোহলিদের কাছে এল খুশির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে রোহিত,শিখর ধাওয়ানরা আনন্দে মাতলেন। এবারের উপলক্ষ রবীন্দ্র জাদেজার সদ্যোজাত কন্যা। কোহলিদের প্রিয় জাড্ডু যখন ওভালে প্রস্তুতি নিচ্ছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার জন্য তখনই খবর আসে তিনি বাবা হয়েছেন। বেবি লাককে হাতিয়ার করেই মালিঙ্গাদের বিরুদ্ধে মাঠে নামলেন জাড্ডু।

Updated By: Jun 9, 2017, 08:58 AM IST
শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই বাবা হলেন ভারতীয় দলের ক্রিকেটার

ওয়েব ডেস্ক: বাবা হলেন  রবীন্দ্র জাদেজা। ওভালে চব্বিশ ঘন্টা আগে অজিঙ্কা রাহানের জন্মদিন উপলক্ষে কেক কেটেছিল ভারতীয় দল। বৃহস্পতিবার ফের বিরাট কোহলিদের কাছে এল খুশির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে রোহিত,শিখর ধাওয়ানরা আনন্দে মাতলেন। এবারের উপলক্ষ রবীন্দ্র জাদেজার সদ্যোজাত কন্যা। কোহলিদের প্রিয় জাড্ডু যখন ওভালে প্রস্তুতি নিচ্ছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার জন্য তখনই খবর আসে তিনি বাবা হয়েছেন। বেবি লাককে হাতিয়ার করেই মালিঙ্গাদের বিরুদ্ধে মাঠে নামলেন জাড্ডু।

আরও পড়ুন ওয়ার্ন যা বললেন, ভারতের কোচ নিয়ে এমন কথা কেউ কখনও বলেননি

যদিও ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারতে হল ভারতকে। সদ্য বাবা হওয়া জাদেজারও ম্যাচটা ভাল যায়নি। কিন্তু মেয়ের বাবা হওয়ার খুশি যে আরও অনেক বেশি।

আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েই ফের লুক বদল রোনাল্ডোর

.