একাধিক ব্যবসায়ীর কাছে একই নম্বরের একশো টাকার নোট, লকডাউনে আতঙ্ক ছড়াল জলপাইগুড়িতে
ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদী জানান নোট উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সকাল থেকে বসেছিলো জলপাইগুড়ির রাজগঞ্জের শিকারপুরের সাপ্তাহিক হাট। ক্রেতা বিক্রেতা মিলিয়ে হাটে ভিড়ও ছিলো যথেষ্ট।
আরও পড়ুন-'যে দলেরই হোক রেশন নিয়ে কেউ বেয়াদপি করলে সরকার ছাড়বে না', স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে শুক্রবার বেলার দিকে বাইকে চেপে হাটে আসে দুই যুবক। বেশ কিছু দোকানে গিয়ে দশ বা কুড়ি টাকার জিনিস নিয়ে বাকী টাকা ফেরত নেয়। নতুন নোট দেখে প্রথমে কারো সন্দেহ হয়নি এগুলি জাল নোট হতে পারে।
তারা চলে যাবার পর দোকানদারেরা দেখেন একাধিক দোকান থেকে মিলছে নতুন ১০০ টাকার নোট যার নম্বর একই। এরপর হাটে জাল নোটের আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে হাটে যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। নোট গুলি উদ্ধার করে তারা।
ঘটনায় আজিজ আলম নামে এক ব্যাবসায়ী জানান, আমাদের শিকারপুর হাটে আজ অনেকগুলো একই নম্বরের নোট উদ্ধার হয়েছে। নতুন একশো টাকার নোট দেখে কারো সন্দেহ হয়নি। এরপর দেখা যায় একই নম্বরের একাধিক নোট। তাই আমাদের ধারনা এই নোট গুলি জাল নোট। হাটে কে এসে এই জাল নোট ছড়িয়ে গেলো তা পুলিশ তদন্ত করুক।
আরও পড়ুন-আতঙ্কের মাঝে স্বস্তির সুখবর! করোনা জয় করে 'রেড জোন' হাওড়ায় বাড়ি ফিরলেন ৩৬ জন
ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদী জানান নোট উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলি জাল নোট কিনা তা তদন্ত করে দেখা হবে।