1/5
2/5
photos
TRENDING NOW
3/5
মমতা আজ বলেন, যে রেশন ডিলার দুর্নীতি করছেন, তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তোপ দাগেন, "বিজেপি এটা নিয়ে নেগেটিভ পাবলিসিটি করার চেষ্টা করছে। কিন্তু পারবে না। কেন্দ্র বিভিন্নভাবে রাজ্যকে হেয় করার চেষ্টা করছে, আপনারা দেখবেন।" একইসঙ্গে দলীয় নেতাদের তিনি নির্দেশ দেন, "সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের সঙ্গে থেকে কাজ করুন। হাসপাতাল কেমন কাজ করছে, সেটা দেখুন। মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করুন।"
4/5
5/5
এদিন দলনেত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে খাদ্যমন্ত্রীর কাজে সন্তোষপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রায় সব জেলার সভাপতি, সাংসদ,মন্ত্রীরাই রেশন ব্যবস্থা নিয়ে খুশি প্রকাশ করেছেন। খাদ্যভবন সূত্রের খবর, দফতরের এই প্রশংসায় এখন যারপরনাই খুশি মন্ত্রী, কর্মী সকলেই। খাদ্যমন্ত্রী বলেন, "যে ২-১টি জায়গায় বেশ কিছু রাজনৈতিক দল অশান্তি করছে তা পরিকল্পিত। রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হোক। রেশন দোকানে পর্যাপ্ত চাল, গম নিয়ম মত পৌছাচ্ছে। আজ কুড়ি বছরের রাজনৈতিক জীবনৈর সেরা স্বীকৃতি পেলাম আমি।"
photos