নিজস্ব প্রতিবেদন: নীলবাতির গাড়িতে সিবিআইয়ের স্টিকার। এভাবেই গাড়ি চড়ে বহরমপুরে নিজের পৈতৃক বাড়িতেও যেতেন প্রতারক সনাতন রায়চৌধুরী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভুয়ো নামে ব্ল্যাকমেল? ক্যারাটে খেলোয়াড়ের মৃত্যুতে আসল অভিযুক্তের খোঁজে পুলিস  


সোমবার গড়িয়াহাট থানার পুলিস গ্রেফতার করে ভুয়ো সরকারি অফিসার সনাতন রায়চৌধুরীকে। নিজেকে রাজ্য সরকারের অফিসার বলে পরিচয় দিয়ে প্রতারণা করে বেড়াতেন আইনজীবী সনাতন রায়চৌধুরী। সোমবার গড়িয়াহাটে একটি ১০ কোটি টাকা সম্পত্তি দখল করতে এসেছিলেন সনাতন। তখনই তাকে ধরে পুলিস।


সনাতনকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য বলে নিজেকে দাবি করতেন। সিবিআইয়ের হয়ে মামলা লড়েছেন বলেও তিনি দাবি করেন।


আরও পড়ুন-স্ট্যান স্বামীর মৃত্যু নিয়ে উত্তাল দেশ, প্রতিক্রিয়া রাষ্ট্রসঙ্ঘেরও


বহরমপুরের খাগড়ার কালীতলা এলাকার দইহাটা রোডে পৈত্রিক বাড়িতে ওই নীলবাতি ও সিবিআই স্টিকার লাগানো গাড়ি চড়েই আসতেন সনাতন। এমনটাই দাবি প্রতিবেশীদের। বর্তমানে সেই বাড়িতে থাকেন সনাতনের ভাই ও তার পরিবার। সনাতনের কাণ্ডকারখানা শুনে তারাও হতবাক। কেউই বিশ্বাস করতে পারছেন না সনাতন এই ধরনের প্রতারণা করতে পারে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)