মৃত্যুঞ্জয় দাস: আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। পারিবারিক কলহের জের নাকি ত্রিকোণ প্রেমের জেরে এই নৃশংস খুন তদন্তে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার কোতুলপুর থানার গৌর এলাকায়। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, মানসী মাঝি নামের ওই গৃহবধূকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছে। 


পারিবারিক কলহের জের নাকি ত্রিকোণ প্রেমের জেরে খুন খতিয়ে দেখছে পুলিস। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন:Purulia News: যাবজ্জীবন কারাদণ্ড, ৮ বছর পর স্ত্রী-কে খুনের শাস্তি পেল স্বামী


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌর গ্রামের বাসিন্দা মানসী গ্রামেরই যুবক প্রদীপ মাঝিকে ভালোবেসে বিয়ে করেছিলেন। দুটি সন্তানের মা-ও হন মানসী। মানসীর বাপের বাড়ির অভিযোগ, প্রায়শই পারিবারিক কারণে স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত মানসীর। 


এদিন সকালে গ্রাম লাগোয়া আলু জমির ধারে মানসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। স্বাভাবিক ভাবেই স্বামীর বিরুদ্ধেই সন্দেহ তীব্র হয় বাপের বাড়ির লোকজনের। তাঁদের দাবী দাম্পত্য কলহের জেরেই স্বামী প্রদীপ মাঝি স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে থাকতে পারে।


আরও পড়ুন:Valentine's Day Special: প্রেমের সপ্তাহে হিট ১০ টাকার 'ভ্যালেন্টাইন চপ'!


ঘটনার পরই জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী প্রদীপ মাঝিকে আটক করে কোতুলপুর থানার পুলিস। এদিকে মৃতার শ্বশুরবাড়ি অবশ্য এই খুনের পিছনে ত্রিকোণ প্রেমের তত্ব এনেছেন। মৃতার শাশুড়ির দাবি পুত্রবধূ অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিল। সেই এই খুন করে থাকতে পারে। 


আরও পড়ুন:Malbazar: রাস্তা পার হওয়ার সময়ে দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু লেপার্ডের...


মৃতদেহ উদ্ধারের পর কোতুলপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। বিষ্ণুপুরের এস ডিপিও সুপ্রকাশ দাসের নেতৃত্বে পুলিস আধিকারিকরা ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি মৃতার শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)