Rampurhat Arson: `নিরাপত্তাহীনতায় ভুগছি`, গ্রাম ছাড়ল নিহত ভাদু শেখের পরিবার
`২টি বোম পড়লেই পুলিস চলে যাবে`।
নিজস্ব প্রতিবেদন: 'নিরাপত্তাহীনতায় ভুগছি'। রামপুরহাটের বগটুই গ্রাম ছেড়ে চলে গেল নিহত ভাদু শেখের পরিবার। আপাতত তাঁরা আশ্রয় নিলেন অন্য গ্রামে, আত্মীয়দের বাড়িতে। পুলিস-প্রশাসনের উপর নেই ভাদুর পরিজনদের।
ঘড়িতে তখন ৮টা। সোমবার রাতে রামপুরহাট এক নম্বর ব্লকের বগটুই গ্রামে খুন হন ভাদু শেখ। তৃণমূল পরিচালিত বড়শাল পঞ্চায়েত উপ-প্রধান ছিলেন তিনি। এরপর রাতেই আগুন ধরিয়ে দেওয়া হয় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে! অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন।
আরও পড়ুন: Rampurhat Arson: হাসপাতাল থেকে বেপাত্তা আহত নাবালক!
এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর তোলপাড় চলল রাজ্যে। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করল বাংলার বিজেপি সাংসদের এক প্রতিনিধিদল। রাজ্যের কাছে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry)। শুধু তাই নয়, রিপোর্ট পাওয়ার পর কেন্দ্রীয় দল পাঠানো হবে রামপুরহাটে।
চুপ করে বসে রাজ্য সরকার। রামপুরহাটকাণ্ডে ডিজি-র রিপোর্ট তলব করেছে নবান্ন (Nabanna)। ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছেন সিটের সদস্যরা। তাহলে গ্রাম ছাড়লেন কেন? ভাদু শেখের বাবা বললেন, 'আমার এক ছেলে মারা গেল। রাতে যদি ফের গণ্ডগোল হয়, কোন নেতা বাঁচাবে? আর একটা ছেলে যদি চলে যায়, তাহলে ফিরে পাব'? নিহতের এক আত্মীয় যোগ করলেন, 'পুলিস যদি থাকেও, দুটি বোম পড়লেই চলে যাবে, তখন আমাদের কী হবে'? বস্তুত, রামপুরহাটকাণ্ডে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অন্দরেও।