নিজস্ব প্রতিবেদন : মালবাজার মহকুমার গাজোলডোবায় (Gajoldoba) তিস্তা বাধের (Teesta Barrage) দাবিতে পথ অবরোধ করলেন কৃষকরা। কৃষকদের সেই পথ অবরোধে সামিল হয়েছেন তৃণমূল প্রধানও। এদিন সকাল থেকেই অবরোধ বিক্ষোভে সামিল হয়েছেন কৃষকরা। রাজ্য সড়কের ওপর বসে পড়েছেন কৃষকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কৃষকদের অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে বাধের দাবি জানিয়ে আসছেন তাঁরা। অথচ এখনও সেই বাধ (Teesta Barrage) তৈরি হয়নি। এদিকে প্রতি বর্ষায় কৃষকদের জমির ফসল তিস্তার গর্ভে চলে যাচ্ছে। ইতিমধ্যে বহু ঘরবাড়ি গ্রাস করে নিয়েছে তিস্তা। বার বার বহু নেতা এবং দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি। এখনও বাধ হয়নি।  তাই বাধ্য হয়েই আজ তাঁরা রাজ্য সড়ক অবরোধ করেন বলে জানান কয়েকশো কৃষক। 


অবরোধের জেরে রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিসও। যদিও বিক্ষোভে অনড় থাকেন কৃষকরা। তাঁরা স্পষ্ট জানান, যতক্ষণ না প্রতিশ্রুতি মিলছে, ততক্ষণ অবরোধ চলবে। শেষে মালবাজার বিডিও-র আশ্বাসে প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেন কৃষকেরা। 


উল্লেখ্য, বাধের (Teesta Barrage) দাবিতে কৃষকদের এদিনের অবস্থান বিক্ষোভে সামিল হন এলাকার তৃণমূল প্রধান রাধেশ্যাম মল্লিকও। তিনি তোপ দাগেন, "কোনওভাবেই বাধ তৈরি হচ্ছে না। তাই রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছি। নিজের দলের নেতা মন্ত্রীদের বলেও কোনও লাভ হয়নি। শেষমেশ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।"


আরও পড়ুন, BJP দশটা মারলে আমরা বিশটা মারব : আব্বাস সিদ্দিকী


উপরে Modi, নীচে বাংলার মনীষীরা! গেরুয়ার ব্যানারে উত্তপ্ত বালুরঘাট