Video: লরির ধাক্কায় উড়ে গেল গাড়ির ছাদ! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
হাসপাতালে নিয়ে গেলে, গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
চিত্তরঞ্জন দাস: যান্ত্রিক ত্রুটির জের? জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি! প্রাণ হারালেন গাড়ির চালক। দুর্গাপুরে ভয়াবহ এই দুর্ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়।
জানা গিয়েছে, মৃতের নাম বরুণ চট্টরাজ। বাড়ি, দুর্গাপুরের কাঁকসায়। এদিন দুর্গাপুরের মুচিপাড়া থেকে পানাগড়ে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজেই ।
আরও পড়ুন: Howrah: জল খেতে গিয়ে বিপত্তি! হাওড়ায় স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট চতুর্থ শ্রেণীর ছাত্রী
কীভাবে দুর্ঘটনা ঘটল? তখন কাঁকসা থানা রাজবাঁধ এলাকায় পৌঁছে গিয়েছেন বরুণ। জাতীয় সড়কে গাড়িও চলছে বেশ দ্রুত গতিতে। আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। প্রথমে ডিভাইজারে ধাক্কা, তারপর জাতীয় সড়কে অপর দিকে লেনে দিয়ে উল্টে যায় গাড়িটি!
এদিকে যে লেনে গাড়িটি উল্টে যায়, সেই লেন দিয়ে আবার আসানসোলের দিকে যাচ্ছিল একটি লরির। সেই লরিটি সজোরে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে! এতটাই জোরে ধাক্কা লাগে যে, গাড়িটি ছাদ উড়িয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে, গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।