নিজস্ব প্রতিবেদন: পকেটে এটিএম কার্ড অথচ জালিয়াতদের খপ্পরে পড়ে বাবা-ছেলে হারালেন ১ লাখ ১ হাজার ৫২৩ টাকা। বিপুল টাকা হারিয়ে এখন মহা বিপদে ডায়মন্ডহারবারের ব্যবসায়ী বিকাশ মণ্ডল ও তাঁর ছেলে প্রিয়রঞ্জন মণ্ডল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে হারালেন ওই বিপুল টাকা? পুলিসের কাছে বিকাশবাবু জানিয়েছেন মঙ্গলবার তাঁর অ্যাকাউন্ট থেকে মোট তিন দফায় তুলে নেওয়া হয় ২১ হাজার ৫২৩ টাকা। টাকা তোলার এসএমএস পেয়ে তিনি হতবাক হয়ে ‌যান। টাকা তোলা হয়েছে দিল্লির প্রকাশনগর এলাকা থেকে।


আরও পড়ুন-তৃণমূলের সঙ্গে মেয়র শোভনের বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা


অন্যদিকে, বিকাশবাবুর ছেলে প্রিয়রঞ্জন জানিয়েছেন, তাঁর কারেন্ট অ্যাকাউন্ট মোট ৮ দফায় তুলে নেওয়া হয় মোট ৮০ হাজার টাকা। টাকা তোলা হয়েছে দিল্লির প্রকাশনগর থেকে। প্রসঙ্গত বাবা ও ছেলে দুজনেই ডায়মন্ডহারবার থানায় পৃথকভাবে অভি‌যোগ করেছেন। তদন্তের আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও থানা।