মায়ের অনুপস্থিতিতে কিশোরী মেয়ের শ্লীলতাহানির চেষ্টা বাবার
![মায়ের অনুপস্থিতিতে কিশোরী মেয়ের শ্লীলতাহানির চেষ্টা বাবার মায়ের অনুপস্থিতিতে কিশোরী মেয়ের শ্লীলতাহানির চেষ্টা বাবার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_500x286/public/2018/03/15/113220-abuse-11492856786374.jpg?itok=pCwduGVk)
বাবা মানে পরম নিশ্চিন্তি, ভরসার একটা আশ্রয়। কিন্তু সেই বাবার হাতেই চুরি গেল কৈশোর। আনন্দের কৈশোর ভরে উঠল অন্ধকারে। কিশোরী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়ার।
নিজস্ব প্রতিবেদন : বাবা মানে পরম নিশ্চিন্তি, ভরসার একটা আশ্রয়। কিন্তু সেই বাবার হাতেই চুরি গেল কৈশোর। আনন্দের কৈশোর ভরে উঠল অন্ধকারে। কিশোরী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়ার।
আরও পড়ুন, বৌদির সঙ্গে স্বামীর প্রেম! বাধা দিতেই খুন স্ত্রী
বাড়িতে মা ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে ফাঁকা বাড়িতে বছর চোদ্দর কিশোর মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা করেন বাবা। মা বাড়িতে ফিরলে পর তাঁর কাছে সবকথা খুলে বলে নির্যাতিতা কিশোরী। এরপরই বুধবার দুপুরে গোবরডাঙা থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই কিশোরী।
আরও পড়ুন, তল্লাশি চালাতেই উদ্ধার বস্তা বস্তা নকল ডাবরের পণ্য!
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি প্রাক্তন সেনাকর্মী। বয়স ৫০ বছর। অভিযোগে ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবাকে। এদিন তাঁকে আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত করছে হাবড়া থানার পুলিস।