তল্লাশি চালাতেই উদ্ধার বস্তা বস্তা নকল ডাবরের পণ্য!

বারুইপুরকে কেন্দ্র করে গোটা দক্ষিণ ২৪ পরগনাতেই নকল সামগ্রীর বড়সড় কারবার ফেঁদে বসেছিলেন অভিযুক্তরা।

Updated By: Mar 15, 2018, 01:35 PM IST
তল্লাশি চালাতেই উদ্ধার বস্তা বস্তা নকল ডাবরের পণ্য!

নিজস্ব প্রতিবেদন : গোপন সূত্রে খবর পেয়ে পুলিস হানা দিতেই উদ্ধার হল বস্তা বস্তা নকল ডাবরের পণ্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকায় নকল ডাবরের রমরমিয়ে কারবার চলছিল। নকল ডাবরের সামগ্রীর ব্যবসার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছিল আসল ডাবর কোম্পানি। সন্দেহ হতেই আসল ডাবর কোম্পানি বাজার সমীক্ষা করে।

আরও পড়ুন, বৌদির সঙ্গে স্বামীর প্রেম! বাধা দিতেই খুন স্ত্রী

সমীক্ষায় দেখা যায়, বাজারে ডাবরের সামগ্রী রয়েছে। কিন্তু তাদের কাছে পণ্য চেয়ে ব্যবসায়ীদের কোনও অনুরোধ আসছে না। এই ঘটনার আশু সমাধান চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয় ডাবর কোম্পানি। তাতেই সামনে এল আসল ঘটনা।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বারুইপুরের ধোপাগাছি এলাকার বাসিন্দা শ্যাম সাঁতরার বাড়িতে হানা দেয় বারুইপুর থানার পুলিস। তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে নকল ডাবরের পণ্য।

আরও পড়ুন, ব্যবসা বান্ধব রাজ্যের তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ

এদিকে তল্লাশির খবর পেয়েই পালিয়ে যান বাড়ি মালিক শ্যাম সাঁতরা ও তাঁর সঙ্গী সনাতন মাল। পুলিস জানিয়েছে, বারুইপুরকে কেন্দ্র করে গোটা দক্ষিণ ২৪ পরগনাতেই নকল সামগ্রীর বড়সড় কারবার ফেঁদে বসেছিলেন অভিযুক্তরা।

.