নিজস্ব প্রতিবেদন: সব ঠিকই ছিল, কিন্তু শেষরক্ষা হল না। নিজের ঘরে চুরি করে শেষমেষ নিজের ফাঁদেই ধরা পড়ল গুণধর ছেলে। বাইক কিনে দেননি বাবা, এরপরেই নিজের ঘরেই  চুরি করার ফুল প্রুফ প্ল্যান করে হাড়োয়ার মোহনপুরের সুশোভন মণ্ডল। আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে তাঁকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের ঘরে সিঁদ কেটে শেষরক্ষা হল না। গত ২১ সেপ্টেম্বর মনসা পুজোর ভাসানে গিয়েছিল হাড়োয়ার মোহনপুরের মণ্ডল পরিবার। ছেলে বাড়ি ফিরে এসে দেখতে পেল সোনাদানা, নগদ চুরি হয়েছে। নিজেই ডাকল পুলিস। 


আরও পড়ুন:  রাজ্য বিজেপিতে সুব্রতকে সরিয়ে RSS-এর বিদ্য়ুৎ, দিনভর ঘুরল 'চিঠি'


এ পর্যন্ত ঠিকই ছিল। এরপর পুলিস আসতেই শুরু জেরা, লাগলো খটকা। ঝুলি থেকে বের হল বেড়াল। বাবা বাইক কিনে দেয়নি। সেই কারণেই নগদ ৬০ হাজার টাকা, ৭ ভরি সোনা চুরি করে ছেলে। অতিভক্তি চোরের লক্ষণ, ছেলের হাবেভাবে বিলক্ষণ বুঝে গিয়েছিল হাড়োয়া থানার পুলিস। আর তাতেই পর্দাফাঁস।