তথাগত চক্রবর্তী: নাবালিকা পুত্রবধূকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতনের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিস ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শ্বশুর, স্বামী ও অন্যান্যরা ৷ তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস ৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাস ছয়েক আগে নির্যাতিতার বিয়ে হয় ৷ অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই বাড়িতে বৌমাকে একা পেয়ে তাকে যৌন নির্যাতন করতে শুরু করে শ্বশুর ৷ এই বিষয়ে নির্যাতিতা শ্বাশুড়ি ও তার স্বামীকে জানালেও কোনও সুরাহা হয়নি বলে তার অভিযোগ ৷ উলটে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত। মারধরও করা হয় ৷ এমকি বাড়ির বাইরে যাতে বের হতে না পারে তারজন্য তাকে বাড়ির মধ্যে তালা লাগিয়ে দিয়ে যাওয়া হত বলেও অভিযোগ ৷ প্রতিবেশীদের সাথেও তাকে কথা বলতে দেওয়া হত না ৷ 


নির্যাতিতার দাবি, সকালবেলায় সবাই কাজে বেরিয়ে যেত ৷ কিছুসময় পর শ্বশুর ফিরে আসত ৷ সেইসময় বাড়ি ফাঁকাই থাকত ৷ সেই সুযোগ নিয়েই তার উপর অত্যাচার করার চেষ্টা করা হত বলে অভিযোগ ৷ প্রতিবাদ করলেই জুটত মারধর ৷ বাপের বাড়ি থেকে পণ দেওয়া হয়নি বলে সবাই মিলে তাকে মারধর করত, নির্যাতন করত বলে জানিয়েছেন নির্যাতিতা ৷ এই বিষয়ে বারুইপুর পুলিস জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস৷


আরও পড়ুন, Cyclone Mocha: আরও শক্তি বাড়িয়ে এগিয়ে এল মোকা! প্রবল বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের অভিমুখ এখন কোনদিকে?



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)