Cyclone Mocha: আরও শক্তি বাড়িয়ে এগিয়ে এল মোকা! প্রবল বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের অভিমুখ এখন কোনদিকে?

May 12, 2023, 09:29 AM IST
1/6

আরও শক্তি বাড়িয়ে এগিয়ে এল মোকা!

Cyclone Mocha Update

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও শক্তি বাড়াল ঘূর্ণিঝড় মোকা। আরও এগিয়ে এল স্থলভাগের দিকে। বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় মৌসম ভবন টুইট করে জানায় যে, ঘূর্ণিঝড় মোকা মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

2/6

আরও শক্তি বাড়িয়ে এগিয়ে এল মোকা!

Cyclone Mocha Update

যা কিনা পোর্ট ব্লেয়ার থেকে ৫২০ কিমি পশ্চিম-উত্তরপশ্চিমে। অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার অভিমুখ এখন বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের সিটাওয়ের দিকে। আজই অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে মোকা। 

3/6

আরও শক্তি বাড়িয়ে এগিয়ে এল মোকা!

Cyclone Mocha Update

ঘূর্ণিঝড় মোকার প্রভাবে শনিবার থেকেই উত্তর-পূর্বের ত্রিপুরা ও মিজোরামে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। অন্যদিকে নাগাল্যান্ড, মণিপুর ও দক্ষিণ অসমে বৃষ্টি শুরু হবে রবিবার থেকে।

4/6

আরও শক্তি বাড়িয়ে এগিয়ে এল মোকা!

Cyclone Mocha Update

ঘূর্ণিঝড় মোকার মোকাবিলায় ইতিমধ্যেই এনডিআরএফ-এর তরফে ৮টি দল মোতায়েন করা হয়েছে। ২০০ জন উদ্ধারকারী অন গ্রাউন্ড রয়েছে। আর আরও ১০০ জন উদ্ধারকারীকেও যে কোনও ধরনের বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

5/6

আরও শক্তি বাড়িয়ে এগিয়ে এল মোকা!

Cyclone Mocha Update

ভারতীয় মৌসম ভবনের তরফে মত্স্যজীবী, জাহাজ, নৌকা ও ট্রলারদের মধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা এখন ওই এলাকায় রয়েছে, তাঁদের তাড়াতাড়ি ফিরে আসতে বলা হয়েছে।

6/6

আরও শক্তি বাড়িয়ে এগিয়ে এল মোকা!

Cyclone Mocha Update

এনডিআরএফ-এর টিম এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গ উপকূলে দিঘাতেও। মোতায়েন রয়েছে উপকূল রক্ষীবাহিনীও। দফায় দফায় চলছে সতর্কতামূলক মাইকিং। সাবধানতা অবলম্বনে পর্যটকদের সমুদ্রে নামতে  না বলা হচ্ছে। নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে সবাইকে।