নিজস্ব প্রতিবেদন: সাংসারিক অশান্তির জেরে এক বৃদ্ধকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল ওই ব্যক্তির বৌমা ও বড় ছেলের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ক্যানিংয়ের নিকারিকাটা অঞ্চলের বেলেখালি গ্রামে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই ব্যক্তির। চিকিত্সকদের অনুমান বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সাতসকালেই ভোট দিলেন ভাগবত-গড়করি-সহ মহারাষ্ট্র-হরিয়ানার হেভিওয়েটরা


সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বেশ কিছু দিন ধরেই অশান্তি চলছিল বদ্রীনাথ সরদারের(৭২) সংসারে। তিন ছেলের সংসারে বদ্রীনাথ ছিলেন বড় ছেলের কাছে। অভিযোগ, বড় ও মেজো ছেলে বাবার সম্পত্তি লিখিয়ে নিয়েছে। এনিয়ে ৩ ছেলের মধ্যে বিবাদ ছিল।


প্রতিবেশীদের দাবি, সম্প্রতি ক্যানিংয়ে ছোট ছেলের কাছে গিয়েছিলেন বদ্রীনাথ। এনিয়ে বড় ছেলে ও বৌমার মধ্যে বিবাদ। তার জেরেই নাকি খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয় বড় ছেলে ও বৌমা। এমন অভিযোগ বাড়ির মেজ বউয়েরও।



আরও পড়ুন-গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীর আগেই খুলে যাচ্ছে করতারপুর করিডরের দরজা


সোমবার অসুস্থ অবস্থায় বদ্রীনাথকে ক্যানিংয়ের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সা শুরু হলেও বাঁচানো যায়নি ওই বৃদ্ধকে। ঘটনার তদন্তে ক্যানিং মহকুমা হাসপাতালে চলে আসে ক্যানিং থানার পুলিস। তদন্ত শুরু হয়েছে।