সাতসকালেই ভোট দিলেন ভাগবত-গড়করি-সহ মহারাষ্ট্র-হরিয়ানার হেভিওয়েটরা

Oct 21, 2019, 09:07 AM IST
1/8

S 8

S 8

সকাল সাতটায় শুরু হয়েছে মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সাতসকালেই ভোট দিয়ে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুর সেন্ট্রাল আসনের ভোটার আরএসএস প্রধান।

2/8

s 7

s 7

মুম্বইয়ের ওরলি বিধানসভা আসনে ভোট দিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার জুলিও রিবেইরো।

3/8

s 6

s 6

আন্ধেরি পশ্চিম বিধানসভা আসনের একটি বুথে গিয়ে ভোট দিলেন প্রবীণ অভিনেত্রী শোভা খোটে।

4/8

S 5

S 5

হিসারের একটি বুথে ভোট দিলেন হরিয়ানা কংগ্রেস কমিটির প্রধান কুমারি শেলজা।

5/8

S 4

S 4

ভোট দিলেন হরিয়ানা আদমপুর বিধানসভার প্রার্থী সোনালি ফোগাট।

6/8

S 3

S 3

মুম্বইয়ে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, রাজ্যে ২২৫ আসনে জিতবে বিজেপি-শিবসেনা জোট। মানুষ মোদীজি ও ফড়নোবিশের সঙ্গে রয়েছেন।

7/8

S 2

S 2

স্ত্রীকে সঙ্গে নিয়ে নাগপুরে ভোট দিলেন নীতীন গড়করি।

8/8

s 1

s 1

বারামতিতে ভোট দিলেন এসসিপি নেতা সুপ্রিয়া সুলে।