নিজস্ব প্রতিবেদন: জলপাইগুড়ি মাসকলাইবাড়ি এলাকার বাসিন্দা রঞ্জন পাল। ছেলে ঋশু পাল জন্ম থেকেই জটিল স্নায়ুরোগে আক্রান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাজ্যে COVID আক্রান্ত ও মৃত্যু আরও কমল, নিম্নমুখী সংক্রমণ হার 



ছোট বেলায় ছেলের দেহে অপারেশন করে কৃত্রিম নার্ভ বসানো হয়। বর্তমান বয়স ১৯ বছর হলেও এখনও ভালো ভাবে কথা বলতে পারে না। হাঁটাচলাও স্বাভাবিক নয়। দিনের বেশিরভাগ সময় সিনেমা দেখে ঋশু। যার মধ্যে রয়েছে মিঠুন ও দেবের সিনেমা।


ছেলে কোনোভাবে জানতে পারে বুধবার মিঠুন চক্রবর্তীর(Mithun Chakraborty) জন্মদিন। বাবার কাছে বায়না ধরে তাকে মিঠুনের ব্রেক ডান্স করে দেখাতে হবে। অগত্যা ছেলের আবদার রাখতে নেচে উঠলো বাবা।



আরও পড়ুন- 'মসিহা ভাবছেন', কোভিড ওষুধ-জোগানে Sonu-র বিরুদ্ধে তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টের


উল্লেখ্য, এর আগে বিশ্বকাপ ফুটবলের সময় ছেলে বায়না ধরেছিল তার বাড়ি ব্রাজিলের(Brazil) ক্লাব হাউসের আদলে ব্রাজিলের প্লেয়ারদের ছবি দিয়ে সাজিয়ে তুলতে হবে। সেই সময় ছেলের আবদার রাখতে বাড়ি সাজিয়েছিলেন রঞ্জনবাবু।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)