নিজস্ব প্রতিবেদন: আসছে ভোট। তৈরি হবে বুথ। এদিকে জঙ্গলে জঙ্গলে চিতাবাঘের আতঙ্ক। প্রতিবাদ জানিয়ে বনদপ্তরে স্মারকলিপি জমা দিলেন চা বাগানের শ্রমিকেরা। দাবি, খাঁচা পেতে ধরতে হবে বাঘ। ঘটনাটি ঘটেছে শনিবার মাল ব্লকের নিদাম চা-বাগানে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের (Assembly Election) মুখে চিতাবাঘের আতঙ্ক বেড়ে গিয়েছে চা-বাগান এলাকায়। যার ফলে সমস্যায় পড়েছেন শ্রমিকেরা। ভোটের সময়ে বিভিন্ন বাগানে বুথ হয়। তখনও সমস্যায় পড়বেন শ্রমিকেরা। তাই দিশাহারা মাল ব্লকের নিদাম চা-বাগানের বাসিন্দারা। ক্ষিপ্ত চা-শ্রমিকেরাও। তাঁরা মালবাজার (Malbazar) বন দপ্তরের (Forest Dept) অফিসে ঘেরাও করে স্মারকলিপি দিলেন।


আরও পড়ুন: WB Assembly Election 2021: আপনাদের দু-পায়ের ভরসায় এক পায়ে লড়ে যাচ্ছি: মমতা


এলাকার চা-শ্রমিক জিতেন ওঁরাও বলেন, কিছুদিন আগে বাগানে (tea-garden)কাজ করার সময় চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হন এক মহিলা শ্রমিক নাঙ্কি ওঁরাও। এই ঘটনার পরেও চা-বাগানের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে চিতাবাঘকে। ফলে বাগানে কাজ করতে ভয় পাচ্ছেন শ্রমিকেরা। তাই  বনদপ্তরের কাছে শ্রমিকদের দাবি, অবিলম্বে চা-বাগানে খাঁচা পেতে চিতাবাঘ ধরতে হবে এবং আহত চা-শ্রমিকদের সাহায্য করতে হবে।


এ ব্যাপারে মালবাজার বন দপ্তরের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, ৩ মার্চে নিদাম বাগানে চিতাবাঘের আক্রমণে আহত হন এক চা-শ্রমিক। ১১ দিন চিকিৎসার পর আহত শ্রমিক বাড়িতেই আছেন। ওঁকে যাতে আর্থিক সাহায্য করা যায় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। ওঁদের একটি ফর্ম-ফিলাপ করে জমা দিতে বলেছি। ফর্মটি জমা দিলেই সাহায্য পাবেন আহত চা-শ্রমিক। তিনি আরও জানান, বাগানে খাঁচাও পাতা হয়েছে। সব চিতাবাঘকে খাঁচাবন্দি করে জঙ্গলে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।


শুধু নিদাম বাগান নয়। সব বাগানেই গত কয়েক দিন যাবৎ চিতাবাঘের উপদ্রব বেড়েছে। সে ক্ষেত্রে চা-বাগান এলাকায় ভোটের মুখে বিশেষ নজরদারিও চালাচ্ছে মালবাজার বন দপ্তর।


আরও পড়ুন: WB Assembly Election: অশান্তি এড়াতে কীভাবে বুথ ম্যানেজমেন্ট? নির্দেশিকা কমিশনের