ওয়েব ডেস্ক: দিল্লিতে তৃণমূল কা‌র্যালয়ে দলের ফ্লেক্স ও পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় মোর্চা নেতা বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে এফআইআর করা হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার দিল্লিতে তৃণমূলের কা‌র্যালয়ে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ও ফ্লেক্সে কালি দেওয়া হয় বলে অভি‌যোগ। তারপরই তৃণমূলের পক্ষ থেকে  বিমল গুরং ও রোশন গিরির বিরুদ্ধে ওই এফআইআর দায়ের হয়।


সূত্রের খবর, শনিবার রাতে কয়েকজন ‌যুবক-‌যুবতী তৃণমূল কা‌র্যালয়ে ঢুকে ওই কাজ করে। ওই ঘটনা নিয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে দিল্লির পুলিশ কমিশনারকে। প্রাথমিক তদন্তে জানা ‌যাচ্ছে ‌যারা ওই কাজ করেছে তারাই গোটা ঘটনার একটি ভিডিও করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়। ওই ভিডিওর সূত্র ধরেই এখন তদন্ত শুরু করেছে পুলিস। 


আরও পড়ুন-জম্মু ও কাশ্মীর উন্নয়ন প্যাকেজ ১ লাখ কোটি টাকা ছাড়াবে, জানালেন রাজনাথ