সিপিআইএমএল রেডস্টার নেতা অলীক চক্রবর্তী সহ ১৪ জনের নামে খুনের অভিযোগ
ওয়েব ডেস্ক: ভাঙড়ের তৃণমূল নেতা আশিকুর রহমানের মৃত্যুর ঘটনা। CPIML রেডস্টার নেতা অলীক চক্রবর্তী সহ ১৪ জনের নামে কাশীপুর থানায় খুনের অভিযোগ করেছে তাঁর পরিবার। প্রসঙ্গত, অলীক চক্রবর্তী ভাঙড় জমিরক্ষা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন গত বেশ কিছুদিন ধরেই। রবিবার নতুনহাটের বাজারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আশিকুর রহমানের ।
আরও পড়ুন বুধবার রাজ্যে নিয়ে আসা হচ্ছে সুচকাণ্ডের প্রধান অভিযুক্ত সনাতন ঠাকুরকে
এরপর তৃণমূলের অভিযোগ, আরাবুল ইসলামকে লক্ষ করে আন্দোলনকারীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আশিকুরের মাথায় লাগে। আর তারপরেই মারা যান ভাঙড়ের এই তৃণমূল নেতা। গুলি লক্ষ্যভ্রষ্ট না হলে হয়তো অন্যরকম দুর্ঘটনা ঘটে যেতে পারত।
আরও পড়ুন মানকুণ্ডুর ফ্ল্যাটে দিনের বেলায় ঘরের মধ্যে ঘোরাফেরা করে অশরীরী