নিজস্ব প্রতিবেদন: খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে মুখ খুলেছেন। তাও আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফেসবুক লাইভে! বনগাঁর এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল থানায়। পুলিসের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কী? বনগাঁ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলকর্মী সিন্টু ভট্টাচার্য। দিন কয়েক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকটি লাইভ দেখানো হচ্ছিল ফেসবুকে। তখনই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে 'বিরূপ' মন্তব্য করেন সিন্টু। ফেসবুকে তিনি লেখেন, 'বালু মল্লিক (জ্যোতিপ্রিয়) উত্তর ২৪ পরগনা জেলাটা শেষ করছে। দিদি, দয়া করে নজর দিন'। এই মন্তব্য নজর এড়ায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।


আরও পড়ুন: Bankura: মাওবাদী সন্দেহে ফের গ্রেফতার বাঁকুড়ায়, তোলা হল আদালতে


জানা গিয়েছে, সিন্টু ভট্টাচার্যের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলকর্মী তন্ময় রায়। শুধু তাই নয়, অভিযুক্তের খোঁজে ইতিমধ্যে তল্লাশিও শুরু করে দিয়েছে পুলিস। সিন্টু পলাতক। তাঁর ভাই মিন্টুর অভিযোগ, 'দাদা ফেসবুকে একটি কমেন্ট করেছিল। সেকারণে পুলিস বাড়িতে এসে খারাপ ব্যবহার করছে'। বাবা স্বপন ভট্টাচার্যের প্রতিক্রিয়া, 'ছেলে ভুল করে ফেলেছে, সেটা যত দ্রুত সম্ভব মিটে যায় সেটাই চাইব'।


আরও পড়ুন: অনুব্রতর গড়ে আম আদমি পার্টির 'হানাদারি'! জেলা রাজনীতিতে 'চমক'


বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল নেতা শঙ্কর আঢ্য অবশ্য বলেছেন, 'তৃণমূল কংগ্রেসের হয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। উন্নয়নের কান্ডারী তিনি। তাঁর বিরুদ্ধে যে এমন মন্তব্যের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার দরকার'।  তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠের গলায় যখন একই সুর, তখন পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের বনগাঁ জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডলের প্রতিক্রিয়া, 'বনমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করায় যদি একজন তৃণমূলকর্মী রোষের মুখে পড়েন, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে, ভাবুন'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)