অনুব্রতর গড়ে আম আদমি পার্টির 'হানাদারি'! জেলা রাজনীতিতে 'চমক'

আম আদমি পার্টির কর্মসূচিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিয়েই দেখছে জেলা রাজনৈতিক মহল।

Updated By: May 10, 2022, 02:23 PM IST
অনুব্রতর গড়ে আম আদমি পার্টির 'হানাদারি'! জেলা রাজনীতিতে 'চমক'

নিজস্ব প্রতিবেদন : সামনেই পঞ্চায়েত নির্বাচন। এবার মাঠে নেমে পড়ল "আম আদমি পার্টি"।  বীরভূমের গ্রামে গ্রামে প্রচার শুরু করে দিল আম আদমি পার্টি। আম আদমি পার্টির তরফে লিফলেট বিলি করা হচ্ছে। সাথেই যাঁরা মিসকল দিয়ে পার্টির মেম্বার হতে আবেদন জানাচ্ছেন, তাঁদের সাথে কথা বলা হচ্ছে।

আগেই বীরভূম জেলার সর্বত্র আম আদমি পার্টির পোস্টার লাগানো অবস্থায় দেখা গিয়েছিল। সেখানে একটি নাম্বারে মিস কল দিয়ে পার্টির সদস্য হওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। তবে এবার বীরভূম জেলায় প্রথম প্রকাশ্যে কোনও কর্মসূচি করতে দেখা গেল আম আদমি পার্টিকে। আজ বীরভূমের কীর্ণাহার এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিলি করতে ও মানুষদের সাথে কথা বলতে দেখা গেল আম আদমি পার্টির নেতৃত্বকে। 

আম আদমি পার্টির বীরভূম জেলা সভাপতি বিশ্বজিৎ মৈত্র এদিন বলেন, "আমরা সামনের পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখেই এই কর্মসূচি হাতে নিয়েছি। আমরা মানুষদের মধ্যে আজ লিফলেট বিলি করলাম। আমাদের পার্টির আদৰ্শ বোঝানোর চেষ্টা করলাম। সাথেই যারা মিসকল দিয়ে আমাদের দলে যোগদানের আবেদন করেছেন, তাঁদের সাথে আমরা কথা বলছি। আর আগামীর পরিকল্পনা ঠিক করছি।"

এভাবে প্রকাশ্যে আম আদমি পার্টির কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে জেলা রাজনৈতিক মহল। অনুব্রতর গড়ে আম আদমি পার্টির কর্মসূচি কোন পথে এগোয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন, GTA Election: নির্বাচন কমিশনে রাজ্যের আর্জি, জুনেই GTA নির্বাচনের সম্ভাবনা

Babul Supriyo: বাবুলের প্রাক্তন PA-র বিরুদ্ধে FIR করল CBI, মোদী-শাহ-কে তোপ তৃণমূল বিধায়কের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.