নিজস্ব প্রতিবেদন :  বিজেপি-র 'থিম সং' গাওয়া নিয়ে শুরু থেকেই বিতর্কে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। একের পর এক বিতর্ক তো চলছেই। কমিশনের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও প্রচারে বাবুলের গাওয়া সেই বিতর্কিত গানের প্রেক্ষিতে এফআইআর-এর নির্দেশ দেয় কমিশন। এখানেই শেষ নয়, মিছিলে কমিশনের কর্মীর ক্যামেরা কেড়ে নেন বাবুল সুপ্রিয়। উত্তর চায় কমিশন। জবাবে সন্তুষ্ট না হওয়ায় বাবুলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কমিশন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বাবুল সুপ্রিয়র গাওয়া গানটি সামনে আসতেই বিতর্ক দানা বাঁধে।নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য তৈরি করা হলেও, সেই গান প্রকাশের আগে কমিশনের অনুমতি নেননি বাবুল। মিডিয়া সার্টিফিকেশন ছাড়া কেন থিম সংটি ইউটিউবে তুলেছেন, সে প্রশ্ন তুলে এরপরই বাবুল সুপ্রিয়কে শোকজ করে নির্বাচন কমিশন। শোকজের প্রেক্ষিতে বাবুলের উত্তরে খুশি হয়নি কমিশন।


আরও পড়ুন - ভোটগ্রহণের আগের সন্ধ্যাতেও পৌঁছয়নি কেন্দ্রীয় বাহিনী, বুথে তালা মেরে পথ অবরোধে বসলেন গ্রামবাসীরা


বাবুলের নামে নির্বাচন কমিশন এফআইআর করেছে। এই নিয়ে বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া, "তিনি বুঝতে পারেন নি যে সে নির্বাচন কমিশনের লোক, তার কোন আইডেন্টিটি কার্ড ছিল না। তাই তিনি তাকে ক্যামেরা করতে বারণ করেছিলেন।"