নিজস্ব প্রতিবেদন: দুপুরে হঠাৎ আগুন লাগল হলদিয়ার শিল্পতালুকে (Haldia)। কুণ্ডলীকৃত ধোঁয়া উঠতে থাকে। আতঙ্ক ছড়ায় আশেপাশের এলাকায়। তবে দেড় ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে হলদিয়া (Haldia Fire) শিল্পতালুকের ৩ ন্যাপথা ট্যাঙ্কারে। দাহ্য রাসায়নিক থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় সংস্থার নিজস্ব ৪ আগুন নেভানোর ইঞ্জিন। ঘণ্টাখানেকের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে সংলগ্ন এলাকা। গ্যাসের ইঞ্জিন দিয়ে শুরু হয় আগুন নেভানোর কাজ। আধঘণ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।        


কর্তৃপক্ষ জানিয়েছে, ৩টি ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লেগেছিল। এখন উৎপাদনের কাজ চলছে না। ফলে শ'খানেক কর্মী নিয়ে কাজ চলছিল। যন্ত্রাংশ সারাতে গিয়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এই ধরনের ঘটনার অনুমান করে গ্যাসের ইঞ্জিন তৈরি রাখা হয়েছিল। সকল কর্মীকে নিরাপদে বের করে আনা হয়েছে।


আরও পড়ুন- সাড়ে ৪ লক্ষ টাকার জাল নোট পাচারে Kaliachak-এ ধরা পড়ল সপ্তম শ্রেণির ফার্স্ট বয়


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)