অম্বিকা কালনা স্টেশনে লোকাল ট্রেনে `আগুন`, আতঙ্ক
ট্রেন যাত্রীরাই ওই আগুন নেভানোর চেষ্টা করেন।
নিজস্ব প্রতিবেদন : লোকাল ট্রেনে 'আগুন'! ট্রেনের কামরায় কালো ধোঁয়া। আতঙ্কিত ট্রেনযাত্রীরা। ঘটনাটি ঘটেছে অম্বিকা কালনা স্টেশনে।
জানা গিয়েছে, কাটোয়া থেকে আসছিল ডাউন লোকালটি। অম্বিকা কালনা স্টেশনে আসার পর, ট্রেনের মধ্যে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। সঙ্গে সঙ্গেই ট্রেনের কামরায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ছুটে আসেন রেলকর্মীরা। তাঁরা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন।
জানা যাচ্ছে, চাকার সাথে ব্রেকশু জ্যাম হয়ে যাওয়ার ফলে ঘর্ষণের জেরেই সামান্য আগুনের ফুলকি দেখা যায় ও ধোঁয়ার সৃষ্টি হয়। ট্রেন যাত্রীরাই ওই আগুন নেভানোর চেষ্টা করেন।
ট্রেনটি প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে থাকে স্টেশনে। পরীক্ষা নিরীক্ষার পর পুনরায় ট্রেনটি যাত্রী নিয়ে হাওড়ার উদ্দেশে রওনা দেয়।
আরও পড়ুন, Berhampore Murder: কোন পথে এসেছিল অভিযুক্ত? কীভাবে খুন? ঘটনার পুর্ননির্মাণ পুলিসের
Birbhum: মাথার পিছনে আঘাত, কান-মুখ দিয়ে রক্তক্ষরণ! মল্লারপুরে 'খুন' TMC নেতা