নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়ায় মোবিলের দোকানে বিধ্বংসী আগুন। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



 


মঙ্গলবার রাত দশটা নাগাদ বাঁকুড়ার পূর্ণ মাচানতলা এলাকায় একটি মোবিলের দোকানে আগুন লাগে। দাহ্য বস্তু থাকার মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে পাশের একটি আসবাবপত্রের দোকানেও। 


৫ হাজারের বেশি লিড দিলে ১ কোটি, কাউন্সিলরদের টোপ আসানসোলের মেয়রের
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুন বাগে আনতে না পারায় আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। 
দুদিকে দুটি রাষ্ট্রায়ত্ব ব্যঙ্ক,  পাশেই পেট্রোল পাম্প ও  রান্নার গ্যাসের দোকান থাকায় বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়।  ঘটনাস্থলে যান বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাও,  বিধায়ক শম্পা দরিপা ও বাঁকুড়ার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। 


'সমব্যথী' প্রকল্পকে ছাড় দিল নির্বাচন কমিশন
শেষ পর্যন্ত  দমকলের তিনটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।   মোবিল ও আসবাবপত্রের দোকান দুটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গিয়েছে। 
তবে কী থেকে মোবিলের দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দুই দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।