ঘোলার সেই প্লাস্টিক কারখানায় ফের আগুন!
এখনও খোঁজ মেলেনি জতুগৃহে হারিয়ে যাওয়া ৫ শ্রমিকের। উত্কন্ঠায় দিন কাটানো নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা হয়তো নিষ্ঠুর সত্যটা জেনেই গিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: ঘোলার বোর্ডঘরের প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় ফের আগুন। ঘটনাস্থলে দমকলের ১ টি ইঞ্জিন।
আরও পড়ুন: বেআইনি সম্পত্তি রয়েছে তৃণমূলের ২৫ মন্ত্রী-বিধায়কের, আয়কর দফতরে অভিযোগ সুজনের
এখনও খোঁজ মেলেনি জতুগৃহে হারিয়ে যাওয়া ৫ শ্রমিকের। উত্কন্ঠায় দিন কাটানো নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরাও হয়তো নিষ্ঠুর সত্যটা জেনেই গিয়েছেন। সেই কারখানাতেই ফের আগুন। আবারও ঘোলার বোর্ডঘরের সেই প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানাতেই আগুন লাগে। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বিপদ আঁচ করে খবর দেওয়া হয় দমকলে।
আরও পড়ুন: “গুজব রটানো হচ্ছে, বিকাশরঞ্জনবাবু মুকুল রায়ের হয়ে কোনও মামলা লড়ছেন না”
দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কীভাবে ফের আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। আগুন উত্স কী, পকেট ফায়ার থেকে কি ফের আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, প্লাস্টিক কারখানার আগুন তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে। গত মঙ্গলবারই কারখানায় তল্লাশি চালায় ফরেনসিক টিম। তবে এখনও খোঁজ মেলেনি ঘটনার দিন কারখানার ভিতরে আটকে পড়া পাঁচ শ্রমিকের। তাঁদের পরিবারের অভিযোগ, প্রশাসন কিংবা কারখানা কর্তৃপক্ষ সহযোগিতা করেছ না। বুধবারই কারখানার সামনে ধরনায় বসেন তাঁরা। এদিকে, ফের বৃহস্পতিবার আগুন লাগে সেই একই জায়গায়। কীভাবে বারবার এই ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন কারখানার বাকি শ্রমিকরা।