নিজস্ব প্রতিবেদন: বিষ্ণুপুর থানার আমতলা ইমলির মার্কেটে  বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন নিয়্ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি টায়ারের গোডাউনে প্রথমে । এলাকায় প্রায় ৫০টির মতো দোকান রয়েছে । ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল । রাত সওয়া বারোটা নাগাট আগুন লাগে ।  ভোর পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ।

আরও পড়ুন: ফের ভাঙল সমস্ত রেকর্ড! উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২,৪০৪; মৃত ৪২

শামসুদ্দিন মণ্ডল নামে স্থানীয় এক ব্যবসায়ীর নামে টায়ারের গোডাউনটি । কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকের দাবি । কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় । আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা । তবে গোডাউনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে দমকলকর্মীরা জানিয়েছেন ।