নিজস্ব প্রতিবেদন: হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কাজের সময় অগ্নিকাণ্ডের জেরে পাঁচ-ছ’জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন।এখনও ওই ইউনিটে বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।  আহত ১৩ জনকে আরজিকর ও মোবিনপুর মেডিকেয়ারে নিয়ে আসা হয়েছে।৫-৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গিয়েছে, শুক্রবার বেলা ১১টা নাগাদ আগুন লাগে হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা ইউনিটে। প্রথমে তিনটি ইঞ্জিন, পরে আরও সাতটি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। সেই সময় কর্মরত ৬ শ্রমিক মারাত্মকভাবে আগুনে ঝলসে যান।


মোহন ভাগবতের পায়ে হাত দিয়ে প্রণাম, আরএসএস প্রধানকে উষ্ণ অভ্যর্থনা উস্তাদ রশিদ খাঁয়ের


অগ্নিদগ্ধ ৬ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। দিল্লি থেকে ঘটনার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। আহতদের গ্রিন করিডর করে কলকাতায় আনা হয়। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।