নিজস্ব প্রতিবেদন: ভর সন্ধেয় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক ছড়াল সোদপুরে। বিস্ফোরণের দাপটে আগুন লেগে যায় একটি আবাসনের সামানের ঝুপড়িতে। দমকলের ২টি ইঞ্জিন এসে শেষপর্যন্ত পরিস্থিতি আয়ত্বে আনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-CISF জওয়ানদের ঘিরে ধরেছিল প্রায় ১৫০ জনের দল, শূন্যে গুলিতেও কাজ হয়নি 


আজ সন্ধেয় সোদপুরের(Sodpur) অমরাবতীতে ফুটপাতের একটি দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। ওই দোকানে অটোর জন্য 'কাটা গ্যাস' ভরা হতো বলে এলাকাবাসীর দাবি। আজকেও ওই দোকানে 'কাটা গ্য়াস' ভরা হচ্ছিল। সেই সময়ে কোনও ভাবে তাতে আগুন লেগে যায়। তার পরেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুন ছড়ায় ফুটপাত  লাগোয়া একাধিক ছোট দোকানেও।



আরও পড়ুন- BJP-কে ভোট দিতে 'চাপ' বাহিনীর, পাঁচলায় TMC এজেন্টদের মারধরের অভিযোগ


আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এলাকাবাসীর দাবি, ফুটপাতের ওই দোকানে বহুদিন ধরেই কাটা গ্যাসের ব্যবসা হতো। তাতেই আগুন লেগে যায়। কীভাবে দিনের পর দিন ওই ব্যবসা চলতো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। সূত্রের খবর, অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আবাসনের কয়েকজন।