নিজস্ব প্রতিবেদন: বড়সড় দুঘটনার হাত থেকে বাঁচল ১৩০৩৪ ডাউন হাওড়া কাঠিহার এক্সপ্রেস (13034 Howrah Katihar Express)। বুধবার সামসি স্টেশনে চলন্ত ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুনের ফুলকি দেখা যায়। ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। এরপর তাঁরই তৎপরতায় কোনওক্রমে রক্ষা পেলেন যাত্রীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বুধবার বিকেল পাঁচটা নাগাদ মালদহের সামসি স্টেশনে ঢোকার মুখে ১৩০৩৪ ডাউন হাওড়া কাঠিহার এক্সপ্রেস (13034 Howrah Katihar Express) ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুনের ফুলকি দেখা যায়। যা চালকের চোখে পড়ে। সামসি স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দ্রুত বিষয়টি স্টেশন ম্যানেজারকে জানান চালক। এরপর ইঞ্জিনটিকে ডি৭ বগি থেকে বিচ্ছিন্ন করা হয়। প্ল্যাটফর্ম থেকে ইঞ্জিনটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নেভানো হয় আগুন। খবর দেওয়া হয় কাঠিহার ডিভিশনের কর্তাদের। সামসি স্টেশনে ছুটে আসেন কাঠিহার ডিভিশনের কর্তারা। 


এরপর আর হাওড়া কাঠিহার এক্সপ্রেসের (13034 Howrah Katihar Express) ইঞ্জিনটি দিয়ে ট্রেনটি চালানোর ঝুঁকি নেননি কর্তারা। অবশেষে প্রায় আড়াই ঘণ্টা পর রাধিকাপুর এক্সপ্রেসের সঙ্গে হাওড়া কাঠিহার এক্সপ্রেসের (13034 Howrah Katihar Express) বগি যুক্ত দেওয়া হয়। এরপর ট্রেনটি মালদহ টাউন স্টেশনের উদ্দেশে রওনা দেয়। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ রেল দফতরের আধিকারিকরা। কিন্তু যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়।


আরও পড়ুন: Suvendu Adhikari Demands NIA on Rampurhat Arson: রামপুরহাট কাণ্ডে NIA-এর দাবি, 'নির্লজ্জ মুখ্যমন্ত্রী, মুখ ফিনাইল-ব্লিচিং দিয়ে পরিষ্কার করা উচিত: শুভেন্দু


আরও পড়ুন: Suvendu Attacks Mamata On Rampurhat Arson: 'তথ্য লোপাট করতে রামপুরহাট আসছেন মুখ্যমন্ত্রী', তোপ শুভেন্দুর; বুদ্ধিজীবীদের 'ভাতাজীবী' কটাক্ষ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)