নিজস্ব প্রতিবেদন : সোনারপুর লোকালে 'আগুন'! ইঞ্জিনের তলা থেকে আচমকাই ধোঁয়া বেরতে শুরু করে। আর এদৃশ্য দেখা মাত্র আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মধ্যে। এদিন সকালে ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস স্টেশনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ডাউন সোনারপুর লোকালে পার্ক সার্কাস স্টেশনে ঘটনাটি ঘটে। সকালে অফিস টাইমে তখন ট্রেনে ঠাসা ভিড়। অফিস টাইমে এঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়েই ছুটে আসেন রেলকর্মীরা।


শুরু হয় মেরামতি। অল্প সময়ের মধ্যেই মেরামতির কাজ সম্পন্ন হয়। তারপর আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। অত্যন্ত দ্রুততার সঙ্গে মেরামতির কাজ সম্পন্ন হওয়ায়, ট্রেন চলাচলে বিশেষ বিঘ্ন ঘটেনি। তবে এঘটনায় সেই মুহূর্তে ব্যাপক আতঙ্ক ছড়ায় নিত্যযাত্রীদের মধ্যে।


আরও পড়ুন, বয়সে ১১ বছরের ছোট যুবকের সঙ্গে পরকীয়া ২ সন্তানের মার, পরিণতি মর্মান্তিক


আরও পড়ুন, ৩০ হাজার টাকার গয়না নিয়ে ঝগড়া, কাকা-কাকিমা মিলে খুন করল ২ বছরের শিশুকে


প্রসঙ্গত, কলকাতা মেট্রোয় এর আগে বেশ কয়েকবার রেকের তলা থেকে ধোঁয়া বেরতে দেখা গিয়েছে। বিপদের মধ্যে পড়েছেন যাত্রীরা। পাতাল রেলে সেই স্মৃতি টাটকা মানুষের মনে। এদিন লোকাল ট্রেনে ধোঁয়া বেরতে দেখা মাত্রই তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে।