নিজস্ব প্রতিবেদন:  বিশ্বকর্মা পুজো উপলক্ষে আতসবাজি ফাটাচ্ছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রটি। আচমকাই হাতে ফেটে যায় বাজি। ঝলসে যায় ছাত্রের মুখ। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনায়। আহত অবস্থায় ওই ছাত্রী কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বাড়ির পাশেই বিশ্বকর্মা পুজো ছিল। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়েই বাজি ফাটাচ্ছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র সুমন্ত বাগ। সঙ্গে তার অভিভাবকরাও ছিলেন। আচমকাই একটি আতসবাজি ফেটে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঝলসে যায় ছাত্রের গলা ও মুখ। ঝলসে যায় তার শরীরের একাংশও। দ্রুত তাকে নিয়ে যাওয়া কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তার চিকিত্সা চলছে।


উত্সুক হয়ে রাস্তার ধারের জটলা দেখতে গিয়েই গণপিটুনির শিকার একাদশ শ্রেণির ছাত্র!


আতসবাজি নিয়ে একাধিকবার প্রশাসনের তরফে সচেতন করা হয়েছে। একাধিক সতর্কতাও অবলম্বন করতে বলা হয়েছে। কিন্তু তারই মধ্যে ঘটে চলে ভয়ঙ্কর দুর্ঘটনাও। চিকিত্সকরা জানিয়েছেন, সুমন্তের মুখ ঝলসে গেলেও, তার চোখ দুটি অক্ষত রয়েছে।