নিজস্ব প্রতিবেদন: অশান্তি অব্যাহত ভাটপাড়ায়। ফের গুলি চলল এলাকায়। বিজেপি কর্মীকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত এলাকা, শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার রাতে ভাটপাড়ার রামনগর এলাকায় এক বিজেপীর কর্মীকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। তৃনমুল এবং বিজেপি পরস্পরের দিকে আঙুল তুলছে।


 ভাটাপাড়া তৃনমূলনেতা দেবজ্যোতি ঘোষের দাবি, “বিজেপি আশ্রীত দুষ্কৃতীরাই গুলি চালিয়ে মিথ্যা দোষ চাপাচ্ছে। তৃনমূলের কেউ এই ঘটনায় জড়িত নয়। এটি একান্তই বিজেপির এলাকা দখলের লড়াই।”

আরও পড়ুন: লুকিয়ে বিয়ে, জুনে বাড়িতে জানালেও জামাইকেই চেনে না পরিবার! চিকিত্সক মানসীর মৃত্যু-রহস্য ল্যাপটপে


অপরদিকে বিজেপির সাংসদ অর্জুন সিং-এর অভিযোগ, তৃনমূল দুষ্কৃতী লাগিয়ে তাঁদের দলীয় কর্মীকে খুনের চেষ্টা করছে। পুলিস কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তাঁর।