নিজস্ব প্রতিবেদন: "আতঙ্কের কথা ভেবে তথ্য গোপন করলে বিপরীত ফল হবে।" কাউন্সিলরদের বৈঠকে এমনটাই সতর্কবার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিমের। কেন্দ্রের তালিকায় করোনা সংক্রমণে বিপদজনক ২০টির তালিকায় রয়েছে কলকাতার নাম। রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: "একইসঙ্গে সরকার ও সিন্ডিকেট চালাচ্ছেন" মুখ্যমন্ত্রীকে ফের পত্রাঘাত রাজ্যপালের


দেখা গিয়েছে কলকাতার বারোটি ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এবার সেই ১২ ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হকিম। আজ দুপুর দেড়টা নাগাদ বৈঠক করেন তিনি।


করোনা সংক্রমণ নিয়ে কাউন্সিলরদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মেয়র।  মেয়রের অভিযোগ, বেশ কিছু কাউন্সিলরের মাইক্রোপ্ল্যানিংয়ে ভুল ছিল। অনেকেই বস্তি এলাকায় ঢোকেননি। জোড়াবাগান, গিরিশ পার্ক, সুকিয়া স্ট্রিট, নারকেলডাঙার মতো এলাকায় নিয়ম মেনে কাজ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। ভাল কাজের জন্য প্রশংসা করা হয় অতীন ঘোষ এবং শান্তনু সেনের। উল্লেখ্য আজ ছাড়-বৈঠকে বসবেন দলনেত্রীও।